নিউজ ডেস্ক : ব্যাংকের পর এবার নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে পদোন্নতিতে কর্মকর্তাদের ডিপ্লোমা বাধ্যতামূলক করে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে জারি করা নির্দেশনাটি ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
নির্দেশনায় বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানসমূহে কর্মরত কর্মকর্তাদের দক্ষতা, যোগ্যতা এবং সক্ষমতা বাড়াতে সিনিয়র অফিসার অথবা সমতুল্য পদের পরবর্তী সব পদে পদোন্নতির যোগ্যতার তালিকায় অন্তর্ভুক্তির জন্য দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) কর্তৃক পরিচালিত ব্যাংকিং ডিপ্লোমা উভয় পর্ব (জেএআইবিবি ও ডিএআইবিবি) পাশ বাধ্যতামূলক করা হয়েছে।
তবে আর্থিক প্রতিষ্ঠানের দৈনন্দিন পরিচালনা কার্যক্রমে সরাসরি সংশ্লিষ্ট নয়, যেমন- ডাক্তার, আইন কর্মকর্তা, প্রকৌশলী (পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎকৌশল ও আইটি প্রফেশনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা) এবং প্রচার ও প্রকাশনা পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের ক্ষেত্রে এই নীতিমালা প্রযোজ্য হবে না।
আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।