নিজস্ব প্রতিবেদক : সেন্ট্রাল কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম (সিসিএমএস) শীর্ষক ওয়েব পোর্টাল এবং সফটওয়্যার উদ্ভাবনের জন্য বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড-২০২৩ পেয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (১৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আতিয়া সুলতানা।
এর আগে শনিবার রাজধানীর কুর্মিটোলায় লা মেরিডিয়ান হোটেলের গ্র্যান্ড বলরুমে বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ডের পঞ্চম আসরে এ পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
অধিদপ্তরের পক্ষ থেকে মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান (অতিরিক্ত সচিব) প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার নেন।
এসময় অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার ও সিসিএমএস (CCMS) সফটওয়্যার ডেভেলপমেন্টকারী প্রতিষ্ঠান মাল্টিপ্লাই ডিজিটালের প্রধান নাঈম আহমেদ ও তার দল উপস্থিত ছিলেন।
এ বছর অনুষ্ঠানটি প্রধানমন্ত্রীর ‘স্মার্ট বাংলাদেশ-২০৪১’ এর রূপকল্প অনুসরণে ডিজাইন করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ভোক্তা অধিদপ্তরের জন্য এ ধরনের স্বীকৃতি প্রথম এবং তা ভবিষ্যতে অধিদপ্তরের যে কোনো অর্জনের ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে বলে জানানো হয়েছে।
এসপায়ার টু ইনোভেট-এটুআইয়ের যৌথ উদ্যোগে এবং দ্য ডেইলি স্টারের সহযোগিতায় জিপিএইচ ইস্পাতের সৌজন্যে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম, জিপিএইচ ইস্পাত লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির ও ৯টি জুরি বোর্ডের সদস্যসহ অন্য অতিথিরা।
গত ১৮ জানুয়ারি ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান (অতিরিক্ত সচিব) অধিদপ্তরের অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে ভোক্তাদের স্বার্থে অভিযোগ দায়েরের পদ্ধতি আরও সহজ করার লক্ষ্যে সিসিএমএস শীর্ষক ওয়েব পোর্টাল এবং সফটওয়্যার উদ্বোধন করেন।