‘এনপিএসবি বাংলা কিউআর ক্যাশব্যাক ক্যাম্পেইন’ চালু ব্যাংক এশিয়ার

নিউজ ডেস্ক : সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার উদ্যোগের অংশ হিসেবে, ব্যাংক এশিয়া তার গ্রাহকদের জন্য ‘এনপিএসবি বাংলা কিউআর ক্যাশব্যাক ক্যাম্পেইন’ চালু করেছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে রাজধানীর পুরানা পল্টনস্থ ব্যাংকের কর্পোরেট অফিসে ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলের প্রধান মোঃ মনিরুজ্জামান খান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইনের আওতায়, ব্যাংক এশিয়ার গ্রাহকবৃন্দ ন্যূনতম ১,০০০ টাকার ক্রয়ে ১২% ক্যাশব্যাক পাবেন। সর্বোচ্চ ক্যাশব্যাকের পরিমাণ হবে ৫০০ টাকা। ক্যাম্পেইনের মেয়াদ থাকবে ২২ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত।

পূর্ববর্তী নিবন্ধফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ
পরবর্তী নিবন্ধবৈদেশিক বিনিয়োগের তথ্য দ্রুত পাঠানোর নির্দেশ