ঢাকায় ইংল্যান্ড ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক : টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে ইংল্যান্ড ক্রিকেট দল। আজ (শুক্রবার) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে জস বাটলারের নেতৃত্বাধীন দলটি। জানা গেছে, দুই ভাগে বিভক্ত হয়ে এসেছে ইংলিশরা।

আজ সারাদিন বিশ্রাম নেবেন সফরকারী দলের ক্রিকেটাররা। শনিবার সকালে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করবেন তারা।

আগামী ১ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ সময় দুপুর ১২টায় গড়াবে দিবারাত্রির ওয়ানডে সিরিজ। আর ৯ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর একমাস আগেই ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করে দেয় ইংল্যান্ড।

ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড : জস বাটলার (অধিনায়ক), টম আবেল, রেহান আহমেদ, মঈন আলি, জোফরা আরচার, স্যাম কুরান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, পিল সল্ট, রিস টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস ও মার্ক উড।

টি-টোয়েন্টি স্কোয়াড
জস বাটলার (অধিনায়ক), টম আবেল, রেহান আহমেদ, মঈন আলি, জোফরা আরচার, স্যাম কুরান, ডেভিড মালান, আদিল রশিদ, পিল সল্ট, রিস টপলি, ক্রিস ওকস, মার্ক উড, বেন ডাকেট, উইল জ্যাকস ও ক্রিস জর্ডান।

সিরিজের সূচি
প্রথম ওয়ানডে, ১ মার্চ, ঢাকা
দ্বিতীয় ওয়ানডে, ৩ মার্চ, ঢাকা
তৃতীয় ওয়ানডে, ৬ মার্চ, চট্টগ্রাম
প্রথম টি-টোয়েন্টি, ৯ মার্চ, চট্টগ্রাম
দ্বিতীয় টি-টোয়েন্টি, ১২ মার্চ, ঢাকা
তৃতীয় টি-টোয়েন্টি, ১৪ মার্চ, ঢাকা

পূর্ববর্তী নিবন্ধমাঠে কাজ করা বা ফসল ফলানো গৌরবের বিষয় : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধশনিবার গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী