প্রাইম ব্যাংকের নতুন ডিএমডি সৈয়দ ওমর তৈয়ব

নিউজ ডেস্ক : বেসরকারি প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন সৈয়দ এম ওমর তৈয়ব। শনিবার (২৫ ফেব্রুয়ারি) ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানা‌নো হয়।

এ‌তে বলা হয়, সৈয়দ এম ওমর তৈয়ব সম্প্রতি প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। এই পদোন্নতি প্রাপ্তির পূর্বে ওমর তৈয়ব প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং এমএসএমই ব্যাংকিংয়ের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তিনি ব্যাংকের এমএসএমই ব্যাংকিং ব্যবসার রূপান্তর ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বর্তমানে তিনি ডেপুটেশনে প্রাইম ব্যাংকের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের এমডি এবং সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।

ওমর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কর্মজীবন শুরু করেন। দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের এমএসএমই ও কনজ্যুমার ব্যাংকিং বিভাগে নেতৃস্থানীয় ভূমিকায় ২২ বছরেরও বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে তার।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় অনার্স ও মাস্টার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ইএমবিএ সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি তার কর্মময় জীবনে দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ এবং কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধটুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধপ্রীতি ম্যাচ খেলতে ঢাকায় আসছে ম্যারাডোনার ক্লাব