সূচক বাড়লেও কমেছে লেনদেন

নিউজ ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবস বড় দরপতনের পর দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক কিছুটা বেড়েছে। তবে লেনদেনে অংশ নেওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে কমেছে তার দ্বিগুণের বেশি। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে ঠিক তার সমান সংখ্যকের দাম কমেছে। ডিএসইর মতো এ বাজারটিতেও বেড়েছে সবকটি মূল্যসূচক। তবে কমেছে লেনদেনের পরিমাণ।

এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমার মাধ্যমে। এতে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান মূল্যসূচক ৪ পয়েন্ট কমে যায়। লেনদেনের শুরুতে দেখা দেওয়া এ নিম্নমুখী প্রবণতা প্রথম ২০ মিনিটজুড়ে অব্যাহত থাকে। আর দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কয়েক দফায় সূচকের উত্থান-পতন হয়।

তবে দুপুর সাড়ে ১২টার পর কয়েকটি বড় মূলধনের প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়ে যায়। এতে সবকটি মূল্যসূচক বেড়ে দিনের লেনদেন শেষ হয়। তবে এরপরও দাম কমার তালিকায় থাকে বেশিসংখ্যক প্রতিষ্ঠান।

দিনের লেনদেন শেষে ডিএসইতে ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১১৩টির। আর ১৪৫টির দাম অপরবর্তিত রয়েছে। এরপরও ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭০ পয়েন্টে দাঁড়িয়েছে।

অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৩২ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭১ পয়েন্টে দাঁড়িয়েছে।

দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩৫ কোটি ৪১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৪৭০ কোটি ৮৪ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৩৫ কোটি ৪৩ লাখ টাকা।

ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিসের শেয়ার। কোম্পানিটির ৩৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের ৩০ কোটি ৭১ লাখ টাকার লেনদেন হয়েছে। ২৮ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- শাইনপুকুর সিরামিকস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, অ্যাপেক্স ফুটওয়্যার সোনালী পেপার, ওরিয়ন ইনফিউশন, আমরা নেটওয়ার্ক এবং ইস্টার্ন হাউজিং।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ২০ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৬ কোটি ৬৬ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১২২টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩৫টির এবং ৫২টির দাম অপরিবর্তিত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনিপাহ ভাইরাস এখন নিয়ন্ত্রণে: স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধসোনালী ব্যাংকের সঙ্গে লালমাটিয়া মহিলা কলেজের চুক্তি