আইএফআইসি ব্যাংক কর্মীদের কৃতি সন্তানদের সংবর্ধনা

নিউজ ডেস্ক : আইএফআইসি ব্যাংক কর্মীদের মেধাবী সন্তানদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সমমানের ও-লেভেল এবং এ-লেভেল পরীক্ষায় অসামান্য ফলের স্বীকৃতি স্বরূপ সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) এ উপলক্ষে আইএফআইসি টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব শাহ এ সারওয়ার কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা সনদ তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ মো. মঈনউদ্দীন, সৈয়দ মনসুর মোস্তফা, মনিতুর রহমান, মানবসম্পদ বিভাগের প্রধান জনাব কে এ আর এম মোস্তফা কামালসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কৃতি সন্তানদের পরিবারের সদস্যরা।

করোনা মহামারির কারণে বিগত তিনবছর এই সম্মাননা প্রদান স্থগিত ছিল। এ বছর ২০১৯, ২০২০ ও ২০২১ সালে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করা হয়। দুই পর্বের এ আয়োজেন গত ২৮ জানুয়ারি অপর একটি অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরাজস্ব ফাঁকি বন্ধ করুন: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধব্র্যাক ব্যাংকের ১,০০০ এজেন্ট ব্যাংকিং আউটলেট চালুর মাইলফলক