নিউজ ডেস্ক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ময়মনসিংহ জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) ময়মনসিংহের ব্র্যাক লার্নিং সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান এ কে এম মাহবুব মোরশেদ। স্বাগত বক্তব্য দেন ময়মনসিংহ জোনপ্রধান মো. আনিসুল হক।
সম্মেলনে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. খলিলুর রহমান, ভাইস প্রেসিডেন্ট মো. আবু সাঈদ এবং ময়মনসিংহ জোনের অধীন শাখাসমূহের ব্যবস্থাপক ও এজেন্ট ব্যাংকিং আউটলেটসমূহের স্বত্বাধিকারীরা অংশগ্রহণ করেন। এতে ব্যাংকের ব্যবসায়িক বিষয়াদি এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ বিষয়ে আলোচনা হয়।