দেড় লাখ টন সার আনতে তিউনিশিয়ার সঙ্গে চুক্তি

নিউজ ডেস্ক : ২০২৩ সালে দেড় লাখ মেট্রিক টন টিএসপি সার আনতে তিউনিশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) তিউনিশিয়ার রাজধানী তিউনিসে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও তিউনিশিয়ান কেমিক্যাল গ্রুপের (জিসিটি) মধ্যে এ চুক্তি সই হয়।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চুক্তিতে বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ ও জিসিটির জেনারেল ম্যানেজার মোহাম্মেদ রিধা ছালঘৌম সই করেন। এ সময় কৃষিসচিব ওয়াহিদা আক্তার ও কৃষি মন্ত্রণালয়ের উপপ্রধান বদিউল আলম উপস্থিত ছিলেন।

কৃষি মন্ত্রণালয় থেকে জানানো হয়, বিএডিসি ২০০৮ সাল থেকে জিটুজি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) ভিত্তিতে তিউনিশিয়া থেকে টিএসপি আমদানি করে আসছে। তিউনিশিয়ার টিএসপি সারের মান অনেক ভালো ও কৃষকের কাছে বেশ জনপ্রিয়।

একইদিন কৃষিসচিব ওয়াহিদা আক্তার তিউনিশিয়ার কৃষি, পানিসম্পদ ও মৎস্য মন্ত্রী আব্দেল মনাম বেলাতি এবং শিল্প, খনিজ ও বিদ্যুৎ মন্ত্রী নেইলা নৌরিয়া গঙ্গির সঙ্গে আলাদা বৈঠক করেন।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অবান্তর বিতর্ক অনাবশ্যক: সিইসি
পরবর্তী নিবন্ধট্রেনের টিকিটের সঙ্গে এনআইডির তথ্য না মিললে জরিমানা