নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন (ডিভিশন-২) এর পরিচালক মো. আব্দুল মান্নান নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। সম্প্রতি তাকে এ পদে পদোন্নতি দেওয়া হয় বলে রোববার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মো. আব্দুল মান্নান ১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের বগুড়া ও রাজশাহী অফিসে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
তিনি এএফডি-এর অর্থায়নে তৈরিপোশাক শিল্প প্রকল্পের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
মো. আব্দুল মান্নান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশাগত দায়িত্ব পালনকালে তিনি সুইজারল্যান্ড, ইটালি, ফ্রান্স, ইংল্যান্ড, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের বিভিন্ন সংস্থা কর্তৃক আয়োজিত সভা, সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
তিনি বর্তমানে ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্ট ও আইপিএফএফ-ওও প্রজেক্টের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক।