বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল হতে ১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল গঠন করেছে। সোমবার (৩০জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর এর কাছে সমঝোতা স্মারকের কপি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মোঃ নাছের। বাংলাদেশ ব্যাংক দেশের রপ্তানিমুখী শিল্পের বিকাশের চলমান ধারা অব্যাহত রাখা এবং একই সাথে রপ্তানি কার্যক্রম বেগবান করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ব্যাংকের সাথে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুক্তি
পরবর্তী নিবন্ধভাষার মাসের প্রথমদিনে বাংলায় রায় দিলেন হাইকোর্ট