নিউজ ডেস্ক : দেশের ব্যাংকগুলোকে বৈদেশিক বিনিয়োগবিষয়ক তথ্য দ্রুত পাঠানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে প্রান্তিক শেষ হওয়ার পরবর্তী ২০ দিনের মধ্যে বৈদেশিক বিনিয়োগ সংক্রান্ত তথ্য বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সব ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) গ্রহণকারী গ্রাহক প্রতিষ্ঠান (শতভাগ বিদেশি ও যৌথ মালিকানাধীন) কর্তৃক যথাযথভাবে প্রেরণকৃত এফডিআই রিপোর্টিং ফরম-১ ও সংশ্লিষ্ট সহায়ক দলিলাদি ও সব আউটওয়ার্ড এফডিআই প্রেরণকারী প্রতিষ্ঠান কর্তৃক যথাযথভাবে প্রেরণকৃত এফডিআই রিপোর্টিং ফরম-২ সংশ্লিষ্ট সহায়ক দলিলাদি (রিপোর্টিং সংশ্লিষ্ট ত্রৈমাসিকের নিরীক্ষিত বা অনিরীক্ষিত আর্থিক বিবরণী, অন্তর্মুখী ও বহির্মুখী রেমিট্যান্সের দলিলাদি ইত্যাদি) প্রতি ত্রৈমাসিকের পরবর্তী এক মাসের পরিবর্তে ২০ দিনের মধ্যে তাদের সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার ব্যাংকে (রিপোর্টিং ব্যাংক) দাখিল করতে হবে।’
এ ছাড়া ডিলার ব্যাংকে যাচাই-বাছাই শেষে অন্তর্মুখী ও বহির্মুখী প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের তথ্য ওয়েব পোর্টালের মাধ্যমে প্রতি ত্রৈমাসিকের পরবর্তী ১ মাস ১৫ দিনের পরিবর্তে এক মাসের মধ্যে এফডিআই রিপোর্টিং ফরমের হার্ড কপিসহ বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের এফআইইডি ম্যানেজমেন্টে দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নতুন এ নির্দেশনা চলতি বছরের জানুয়ারি-মার্চ থেকে কার্যকর হবে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। এ ছাড়া এ সংক্রান্ত একটি নির্দেশনা সব ব্যাংকের বৈদেশিক লেনদেনে নিয়োজিত (এডি শাখা) শাখায় পাঠানো হয়েছে।
এর আগে বছরে চারবার অর্থাৎ তিন মাস পরপর নির্ধারিত প্রান্তিক শেষে পরবর্তী এক মাসের মধ্যে বৈদেশিক বিনিয়োগের তথ্য পাঠানোর নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।