মির্জা ফখরুল হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থবোধ করায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহাসচিব গুলশান অফিসে ছিলেন। সেখানে অসুস্থবোধ করায় সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।

পরে মির্জা ফখরুলকে দুপুর ১টা ১৬ মিনিটে ইউনাইটেড হাসপাতালের কার্ডিয়াক এইচডিইউতে ভর্তি করা হয়েছে। তিনি ডা. মমিনুজ্জামানের তত্ত্বাবধানে রয়েছেন বলেও জানান শায়রুল কবির খান।

পূর্ববর্তী নিবন্ধসেরা উদ্ভাবনী ফাইন্যান্সিয়াল ইন্সস্টিটিউট অ্যাওয়ার্ড পেয়েছে নগদ ইসলামিক
পরবর্তী নিবন্ধভিটামিন এ’র অভাবে শিশু মৃত্যুর হার বাড়ে ২৪ শতাংশ: স্বাস্থ্যমন্ত্রী