পূবালী ব্যাংকের কর্মকর্তাদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম

প্রেস বিজ্ঞপ্তি : পূবালী ব্যাংক লিমিটেডে নতুন নিয়োগপ্রাপ্ত সফট্ওয়্যার ডেভেলপমেন্ট ডিভিশনের বিভিন্ন পর্যায়ের ৬২ জন আইটি কর্মকর্তাদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে মানব সম্পদ বিভাগ এ প্রোগ্রামের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর ও মো. শাহনেওয়াজ খান। সভাপতিত্ব করেন মানব সম্পদ বিভাগ প্রধান ও মহাব্যবস্থাপক ইসমত আরা হক।

অনুষ্ঠানে ব্যাংকের চিফ টেকনিক্যাল অফিসার ও মহাব্যবস্থাপক জাভেদ হাসান এবং সফট্ওয়্যার ডেভেলপমেন্ট ডিভিশন প্রধান ও মহাব্যবস্থাপক ইন্দ্র মোহন সূত্রধর এবং মহাব্যবস্থাপক আজুবা খন্দকার, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকবৃন্দ এবং ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধএক্সিম ব্যাংকের কুমিল্লা অঞ্চলের ব্যবসা উন্নয়ন সম্মেলন
পরবর্তী নিবন্ধকার্ডের মাধ্যমে ওএমএস বিতরণ শুরু হবে: খাদ্যমন্ত্রী