নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে ‘গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড’ (জিটিএফ) এ অংশগ্রহণের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রপ্তানি ও উৎপাদনমুখী শিল্পখাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বাংলাদেশ ব্যাংক ৫ হাজার কোটি টাকার এ পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে।
১৬ মার্চ, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আব্দুর রউফ তালুকদার ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলীর নিকট চুক্তির কপি হস্তান্তর করেন।
এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর কাজী ছাইদুর রহমান, নির্বাহী পরিচালক মোঃ খুরশীদ আলম, সাসটেইনেবল ফিন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।