ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে গৌরীপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন।

বুধবার (২২ মার্চ) রাত সোয়া ১১টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের সিধলা ইউনিয়নের চরপাড়া মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার সিধলা ইউনিয়নের বেলতলী দক্ষিণপাড়া এলাকার রশিদের ছেলে অটোরিকশা চালক হুমায়ুন (২০) একই ইউনিয়নের বেলতলী মধ্যপাড়া গ্রামের আ. সাত্তারের ছেলে রুবেল মিয়া (৩২)। আহতরা হলেন একই এলাকার সাইদুল ইসলাম (৩০), কালাচাঁন মিয়া (৩২) ও শামছু মিয়া (৫০)।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, রাত সোয়া ১০ টার দিকে গৌরিপুর উপজেলার শ্যামগঞ্জ মধ্যবাজারে আগুন লাগে। এমন খবর পেয়ে অটোরিকশা চালক হুমায়ুন, রুবেল, সাইদুল কালাচাঁন, শামছুসহ পাঁচ জন অটোরিকশাযোগে শ্যামগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে গৌরীপুর চরপাড়া মাদ্রাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হুমায়ুন মারা যান। গুরুতর আহত অবস্থায় রুবেল মিয়াকে ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাক জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩৮৫তম পর্ষদীয় সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধসর্বাধিক শাখা-উপশাখার মাইলফলকে আইএফআইসি ব্যাংক