নিউজ ডেস্ক : রাজধানীর সিদ্দিকবাজারে কুইন স্যানিটারি মার্কেট ভবন বিস্ফোরণ ও ২১ জনের প্রাণহানির ঘটনায় তিনজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন- ভবনের মালিক ওয়াহিদুর রহমান, মতিউর রহমান ও ভবনের বেজম্যান্টের স্যানিটারি ব্যবসায়ী মিন্টু।
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন ডিবি প্রধান হারুন-অর-রশীদ।
তিনি বলেন, ভবনের আন্ডারগ্রাউন্ডে পার্কিং প্লেস না রেখে কাঁচ দিয়ে ঘিরে স্যানিটারি ব্যবসার জন্য ভাড়া দেওয়া হয়েছিল। সেখানে ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা ছিল না। ভবনের স্যাপটিক ট্যাংকও কখনো পরিষ্কার করা হয়নি।
এ অবস্থায় বিস্ফোরণের দায়ভার ভবন মালিক বা সেখানকার ব্যবসায়ীরা এড়াতে পারেন না।
সবকিছু বিবেচনায় নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ভবনের মালিক ওয়াহিদুর রহমান, মতিউর রহমান ও ভবনের বেজম্যান্টের স্যানিটারি ব্যবসায়ী মিন্টুকে আনা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আটক করা হয়েছে। এ তিনজনের বিরুদ্ধে অবহেলাজনিত একটি মামলা দায়ের করে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।