আবারও চীনা কোম্পানিকে কালো তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : চীনা দুই বিখ্যাত কোম্পানিকে কালো তালিকাভুক্ত করল জো বাইডেনের প্রশাসন। কোম্পানি দুটি হলো জেনেটিকস কোম্পানি বিজিআইয়ের দুটি ইউনিট ও ক্লাউড কম্পিউটিং কোম্পানি ইনস্পুর। এতে করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার রাজনৈতিক উত্তেজনা আরেক দফা বাড়বে বলে মনে করা হচ্ছে। খবর নিক্কি এশিয়ার

যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ গতকাল বৃহস্পতিবার দাবি করেছে, বিজিআই রিসার্চ ও বিজিআই টেক সল্যুশনস (হংকং) জাতিগত সংখ্যালঘু দমনে চীনা সরকারের নজরদারিতে সহায়তা করায় উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করেছে। অন্যদিকে ইনস্পুরের বিরুদ্ধের তাদের অভিযোগ, চীনা সেনাবাহিনীকে আধুনিকায়নে সহায়তার জন্য মার্কিন পণ্য নিচ্ছে।

যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের বিপরীতে ওয়াশিংটনে নিয়োজিত চীনের দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এ ছাড়া চীনের ২৬টি কোম্পানিকে কালোতালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে কোম্পানিগুলোর পক্ষে মার্কিন কোম্পানি থেকে পণ্যের সরবরাহ নেওয়া কঠিন হয়ে পড়বে।

গত মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের আকাশে সন্দেহভাজন চীনা নজরদারি বেলুন শনাক্ত করা নিয়ে নতুন করে উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলছে, চীনা এই গোয়েন্দা বেলুন যুক্তরাষ্ট্রের ‘অত্যন্ত সংবেদনশীল’ সামরিক ও পারমাণবিক স্থাপনার ওপর দিয়ে উড়েছে। যদিও বেইজিং দাবি করে, বেলুনটি গুপ্তচরবৃত্তির জন্য ছিল না।

বেলুন–কাণ্ডের জেরে ছয়টি চীনা কোম্পানিকে কালোতালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ। মার্কিন প্রশাসন জানায়, এসব কোম্পানি চীনের সামরিক বাহিনীর সঙ্গে বাণিজ্যিকভাবে সম্পৃক্ত। বিশেষত চীনের আকাশযান ও গোয়েন্দা বেলুন প্রকল্পের সঙ্গে এসব কোম্পানির সরাসরি সম্পৃক্ততা রয়েছে।

নতুন করে চলতি মাসে বিজিআই ও ইনস্পুরকে তালিকাভুক্ত করার কারণে মনে করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও চীন বছরের পর বছর প্রযুক্তি যুদ্ধের মধ্যে আটকে থাকবে।

পূর্ববর্তী নিবন্ধকাস্টমার সার্ভিস বিষয়ে মার্কেন্টাইল ব্যাংকে প্রশিক্ষণ
পরবর্তী নিবন্ধভারতে আইফোন উৎপাদন করবে ফক্সকন