আবু আলম চৌধুরীর মৃত্যুতে এফবিসিসিআই সভাপতির শোক

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সহ-সভাপতি আবু আলম চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিনসহ পরিচালনা পর্ষদের সদস্যরা।

এক শোক বার্তায় এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে আবু আলম চৌধুরী ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আবু আলম চৌধুরী ১৯৪৮ সালের ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৬৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ৬৯-এর গণঅভ্যুত্থানে পাকিস্তানবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। শিক্ষাজীবন শেষে তিনি গণমাধ্যম, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হোমটেক্সটাইল, হ্যান্ডিক্র্যাফটস্ প্রভৃতি ব্যবসায় নিযুক্ত ছিলেন। পণ্য বহুমুখীকরণে বিশেষ অবদানের জন্য তিনি ১১ বার জাতীয় রপ্তানি স্বর্ণপদক লাভ করেন।

তিনি এফবিসিসিআই’র সহ-সভাপতি ও পরিচালক হিসেবে ৬ মেয়াদে নির্বাচিত হন। এছাড়া মরহুম আলম বেঙ্গল ক্রাফট’র সভাপতি এবং বাংলাদেশে ক্রাফট অ্যান্ড গিফটওয়্যার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

পাশাপাশি তিনি ২০০৮-২০১০ মেয়াদে এশিয়া-প্যাসিফিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ইংরেজি দৈনিক দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ও আইসিসি বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা সদস্য এবং সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নির্বাহী কমিটির সদস্য হিসেবে সম্পৃক্ত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপঞ্চম স্টেশন হিসেবে চালু হলো মিরপুর-১০ স্টেশন
পরবর্তী নিবন্ধসৌদি আরবে ২১৩টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা চেয়েছে বাংলাদেশ