আরাভ খানকে আটকের তথ্য জানা নেই: আইজিপি

নিউজ ডেস্ক : পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যা মামলায় পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে দুবাইতে গ্রেপ্তার হয়েছেন এমন কোনো তথ্য জানা নেই, বলেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

তবে তাকে কিভাবে ফিরিয়ে আনা যায়, সে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশ-জানান তিনি।

রাজধানীর কারওয়ান বাজার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

দুবাইয়ে রবিউল ইসলাম ওরফে আরাভ আটক মর্মে গণমাধ্যমে খবর প্রচারিত হয়েছে। দুবাইয়ে আরাভ আদৌ আটক হয়েছে কিনা- এব্যাপারে বাংলাদেশ পুলিশের কাছে কি ধরনের তথ্য আছে জানতে চাইলে আইজিপি বলেন, আরাভ আটক হয়েছেন এধরণের কোনো তথ্য আমার কাছে নেই।

তিনি বলেন, পুলিশ কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামি হিসেবে রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি হয়েছে। আমাদের সঙ্গে ইন্টারপোলের যোগাযোগ আছে।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিধ্বস্ত ‘বাংলার সমৃদ্ধি’ পেল ২৩৭ কোটি টাকা
পরবর্তী নিবন্ধগণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চান প্রধানমন্ত্রী