জনতা ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রেস বিজ্ঞপ্তি : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী কর্মীদের নিয়ে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করে জনতা ব্যাংক লিমিটেড।

জনতা ব্যাংক লিমিটেডের ব‌্যবস্থাপনা পরিচালক অ‌্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ নারী ব‌্যাংক কর্মীদের নিয়ে কেক কাটেন। এ সময় ব্যাংকের ডিএমডি মো. কামরুল আহছান, মো. গোলাম মরতুজা, ড. মো. আব্দুল্লাহ আল মামুন, মো. রমজান বাহার ও মো. নুরুল আলম, প্রধান কার্যালয়ের জিএম মোসাম্মৎ আম্বিয়া বেগম, মেহের সুলতানা এবং মাহফুজা খাতুনসহ ঊর্ধ্বতন নির্বাহী-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যাংকের প্রধান কার্যালয়ের এ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ বলেন, নারীদের জন্য বিশেষ সার্ভিস চালু করেছে জনতা ব্যাংক। প্রান্তিক পর্যায়ের নিম্ন আয়ের নারীদের জন্য ইতিমধ্যে ‘জনতা ব্যাংক নারী সঞ্চয় প্রকল্প’ নামে একটি বিশেষ স্কিম চালু করা হয়েছে। আমাদের ব্যাংকে প্রতিমাসের তৃতীয় সপ্তাহ নারী গ্রাহক সেবা সপ্তাহ হিসেবে পালিত হচ্ছে। এছাড়া, নারী ব্যাংকারদের জন্য বর্তমানে উন্নত কর্মপরিবেশ তৈরি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ২ মার্কিন ব্যাংকের ধস, তেলের পর বাড়ল স্বর্ণের দামও
পরবর্তী নিবন্ধওয়ালটন খুলনা অঞ্চলের বার্ষিক ডিলার সম্মেলন অনুষ্ঠিত