বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের মধ্যে চুক্তি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের গ্রিনট্রান্সফরমেশন ফান্ডের আওতায় রপ্তানি ও উৎপাদন মুখী শিল্প খাতে বিনিয়োগ সুবিধা প্রদানের লক্ষ্যে গত বৃহস্পতিবার (১৬মার্চ) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংক লিমিটেডের মধ্যে এক অংশগ্রহণ মূলক চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউ ফতালুকদারের উপস্থিতিতে জনতা ব্যাংক লিমিটেডের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ওইচুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজি সাইদুর রহমান,নির্বাহী পরিচালক খুরশিদ আলম এবং জনতা ব্যাংক লিমিটেডের ডি এমডি. মোঃ আব্দুল্লাহ আল মামুনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সাথে সোনালী ব্যাংকের চুক্তি
পরবর্তী নিবন্ধসার্বভৌমত্ব রক্ষায় সক্ষম সশস্ত্র বাহিনী গড়ে তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী