ব্যাংকের শাখার হালনাগাদ তথ্য চায় কেন্দ্রীয় ব্যাংক

নিউজ ডেস্ক : দেশের ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের শাখার হালনাগাদ তথ্য ওয়েবপোর্টালে আপলোডের ৫ দিনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে দাখিল করতে হবে। এমনই এক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৫ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের ইন্টিগ্রেটেড সুপারভিশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারটি দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ইন্টিগ্রেটেড সুপারভিশন সিস্টেমে (আইএসএস) রিপোর্টিং নিশ্চিত করার জন্য বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ওয়েব পোর্টালে আইএসএস রিপোর্ট আপলোডের পরবর্তী ৫ দিনের মধ্যে ব্যাংকগুলোকে শাখার হালনাগাদ তথ্য ইন্টিগ্রেটেড সুপারভিশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে দাখিল করতে হবে।

এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

পূর্ববর্তী নিবন্ধ১৬ মার্চ শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‌‘ঢাকা মোটর শো’
পরবর্তী নিবন্ধসিরাজগঞ্জে বাসচাপায় ৩ কলেজছাত্র নিহত