গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চান প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৫ মার্চ) গণভবনে আওয়ামী লীগের সংদীয় মনোনয়ন বোর্ড সভায় তিনি এ দাবি করেন। এ সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, সাড়ে সাত কোটি মানুষের মধ্যে ৩ কোটি মানুষ গৃহহারা হয়, এক কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নেয়। রাস্তায় রাস্তায় লাশ পড়ে ছিল, লাশ শেয়াল কুকুরে খেয়েছে, সেটা মানুষ দেখেছে, মেয়েদের ক্যাম্পে ধরে নিয়ে পাশবিক অত্যাচার করেছে। কাজেই ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাক সেটাই আমরা চাই।

পূর্ববর্তী নিবন্ধআরাভ খানকে আটকের তথ্য জানা নেই: আইজিপি
পরবর্তী নিবন্ধগত সপ্তাহ পতন দিয়ে পার করলো শেয়ারবাজার