ডিএসইতে সূচকের পতন হলেও সিএসইতে বেড়েছে

নিউজ ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১ মার্চ) সূচকের পতন হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে। দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন বাড়লেও অধিকাংশ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমে ৬ হাজার ২১৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৭ পয়েন্টে, ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ২১৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৩০ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৬৮ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ৮০ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ডিএসইতে মোট ৪৫২ কোটি ৪০ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪২০ কোটি ৬৬ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩৩৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, সিএসসিএক্স সূচক ৬ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৯২ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩০৫ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১৩৮ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত আছে ৫৮টির। দিন শেষে সিএসইতে ১৬ কোটি ৪৯ লাখ ২৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআখাউড়া স্থলবন্দর দিয়ে দুদিন আমদানি-রপ্তানি বন্ধ
পরবর্তী নিবন্ধবিশ্ববাজারে বাড়ছে সোনার দাম