প্রান্তিক কৃষকদের স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ দিলো এবি ব্যাংক

প্রেস বিজ্ঞপ্তি : এবি ব্যাংক লিমিটেড পাবনা জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করেছে।

পাবনা জেলার বেড়া উপজেলার শহীদ আব্দুল খালেক স্টেডিয়ামে এ ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এস এম আসিফ শামস রঞ্জন, মেয়র, বেড়া পৌরসভা ও সভাপতি, বেড়া উপজেলা আওয়ামী লীগ, সঞ্জীব কুমার গোস্বামী, উপজেলা কৃষি অফিসার, সাঁথিয়া, পাবনা এবং নূরে আলম, উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত), বেড়া, পাবনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধসোশ্যাল ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহক সেবা মাসের উদ্বোধন
পরবর্তী নিবন্ধএক্সিম ব্যাংকের কুমিল্লা অঞ্চলের ব্যবসা উন্নয়ন সম্মেলন