বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের চুক্তি

প্রেস বিজ্ঞপ্তি : দেশের রপ্তানি ও উৎপাদনমুখী খাতে বিনিয়োগ সুবিধা অব্যাহত রাখার লক্ষ্যে গ্রিন ট্রান্সফরমেশন ফান্ডের (জিটিএফ) পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় গঠিত ৫ হাজার কোটি টাকার ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক চৌধুরী লিয়াকত আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান, নির্বাহী পরিচালক খুরশীদ আলম ও মার্কেন্টাইল ব্যাংকের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ ও সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের প্রধান শামীম আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধটানা ৩৩ ঘণ্টা বাস চালিয়ে ক্লান্ত ছিলেন চালক
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ব্যাংকের সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুক্তি