সীতাকুণ্ডের সব অক্সিজেন কারখানা অনির্দিষ্টকালের ধর্মঘটে

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডের সব অক্সিজেন কারখানা শুক্রবার (১৭ মার্চ) থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে। কোমরে দড়ি বেঁধে সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালক পারভেজ হোসেন সান্টুকে আদালতে হাজির করার প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ)।

বিএসবিআরএর নির্বাহী কমিটির সদস্য মাস্টার আবুল কাশেম বলেন, ‘সীতাকুণ্ডের সোনাইছড়িতে সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণের মামলায় এর মালিক পারভেজ উদ্দিন শান্টুকে গ্রেপ্তারের পর কোমরে দড়ি বেঁধে আদালতে পাঠানোর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে অক্সিজেন প্ল্যান্ট মালিকরা। সীতাকুণ্ডের প্রায় ১০টি অক্সিজেন কারখানায় এই ধর্মঘটের আওতায় অক্সিজেন উৎপাদন ও সরবরাহর বন্ধ রেখেছে। তবে চিকিৎসাসেবায় ব্যবহৃত অক্সিজেন উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘একটি দুর্ঘটনার প্রেক্ষিতে একজন মালিককে কোমরে দড়ি বেঁধে আদালতে তোলার মাধ্যমে সকল কারখানা মালিকের কোমরে দড়ি বাঁধা হয়েছে। পারভেজ একজন শিল্পপতি এবং আমাদের সমিতির সদস্য। তার মালিকানাধীন প্ল্যান্টে একটি দুর্ঘটনা ঘটেছে। সে তো চুরি বা ডাকাতি করেনি, যে তাকে কোমরে দড়ি বেঁধে আদালতে নিতে হবে। এ ঘটনায় বিএসবিআরএ র একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায়। তখনই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়।’

উল্লেখ্য, গত ৪ মার্চ সীতাকুণ্ডের সীমা অক্সিজেন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ৭ জন নিহত ও ২২ জন আহত হন। এ ঘটনায় গত ১৫ মার্চ গ্রেপ্তার করা হয় কারখানার পরিচালক পারভেজ উদ্দিন শান্টুকে।

পূর্ববর্তী নিবন্ধজাতির পিতার আদর্শে স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ব : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধভারত থেকে পাইপলাইনে জ্বালানি তেল আসছে শনিবার