সোনালী ব্যাংকের ১৮ শাখাকে মডেল শাখায় রূপান্তর

নিজস্ব প্রতিবেদক : স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সক্রিয় অংশীদার হিসেবে ও ব্যাংকিং সেবাকে আরও গ্রাহকবান্ধব করার লক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেডের ১৮টি শাখাকে মডেল শাখায় পরিণত করা হয়েছে।

সোমবার (৬ মার্চ) ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী এ মডেল শাখাগুলো উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর আফজাল করিম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সঞ্চিয়া বিনতে আলী, মীর মোফাজ্জল হোসেন, সুভাষ চন্দ্র দাস, কাজী মো. ওয়াহিদুল ইসলাম ও পারসুমা আলম, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার, মাঠপর্যায়ের জেনারেল ম্যানেজার, ১৮টি মডেল শাখার ব্যবস্থাপকসহ ব্যাংকের সব শাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাথমিকভাবে সোনালী ব্যাংকের নির্বাচিত ১৮টি শাখাকে মডেল শাখা হিসেবে রূপান্তর করা হলো। ক্রমান্বয়ে আরও বৃহত্তর পরিসরে দেশের সব প্রান্তে বিভিন্ন শাখাকে মডেল শাখায় পরিণত করা হবে। মডেল শাখাগুলোর গ্রাহকরা আরও দ্রুত ও সবধরনের আধুনিক ব্যাংকিং সুবিধা পাবেন। এছাড়া মডেল শাখায় বীর মুক্তিযোদ্ধা, ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং সিনিয়র সিনিজেনদের জন্য পৃথক কাউন্টারে সেবার ব্যবস্থা থাকবে।

পূর্ববর্তী নিবন্ধটিসিবির ফ্যামিলি কার্ডের সংখ্যা বাড়বে: বাণিজ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধময়মনসিংহে এসআইবিএলের গ্রাহক সমাবেশ