নিউজ ডেস্ক : রপ্তানি ও উৎপাদনমুখী শিল্পখাতের গ্রিন প্যাকটিস এবং টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষে বাংলাদেশ ব্যাংক কর্তৃক দেশীয় মুদ্রায় গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড (জিটিএফ) নামে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। এই তহবিলের আওতায় পুনঃঅর্থায়ন সুবিধা পেতে ৩২টি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের চুক্তি হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এই পার্টিসিপেশন চুক্তি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান, নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম, সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলীসহ সংশ্লিষ্ট বিভাগের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের পক্ষে সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী এবং বাণিজ্যিক ব্যাংকের পক্ষে স্ব স্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহীরা চুক্তিতে স্বাক্ষর করেন।
গভর্নর এবং ডেপুটি গভর্নর ছাড়াও সরকারি বাণিজ্যিক ব্যাংকের পক্ষে সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম এবং বেসরকারি ব্যাংকের পক্ষে ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।