
সংবাদ বিজ্ঞপ্তি : গ্রাহকদের দ্রুত ও সার্বক্ষণিক ব্যাংকিং সেবা দিতে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলার তারাবো বাজারে শাহ্জালাল ইসলামী ব্যাংকের একটি এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।
তারাবো পৌরসভার সাবেক চেয়ারম্যান ও আব্দুল্লাহ স্পিনিং মিলসের স্বত্বাধিকারী মোহাম্মদ মোজাম্মেল হক অতিথি হিসেবে উপস্থিত থেকে এটিএম বুথ উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের সারুলিয়া শাখার ব্যবস্থাপক মো. রকিবুল হাসান এবং উষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. তাজুল ইসলামসহ ব্যাংকের গ্রাহকরা উপস্থিত ছিলেন।
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ভিসা কার্ডধারীরা ওই এটিএম বুথ থেকে ২৪ ঘণ্টা নগদ টাকা উত্তোলন এবং ব্যালেন্স চেক করতে পারবেন।
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড গ্রাহকদের আরও অধিক সেবা দিতে পর্যায়ক্রমে দেশব্যাপী এটিএম সার্ভিস সম্প্রসারণের জন্য কাজ করছে।