নিউজ ডেস্ক : রাজধানীর বঙ্গ ইসলামিয়া মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পৌনে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (৮ এপ্রিল) সকাল ৮টা ৫ মিনিটের দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বঙ্গ ইসলামিয়া মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে যায়। পৌনে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই মার্কেটের বরিশাল প্লাজা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
উল্লেখ্য, এর আগে গত ১১ এপ্রিল সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট সাড়ে ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় পাঁচ হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয় বলে জানায় মালিক সমিতি।