এআইইউবি ও টিএটিইউয়ের ফারগানা শাখার মধ্যে সমঝোতা চুক্তি

নিউজ ডেস্ক : আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং তাসখন্দ ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজিসের (টিএটিইউ) ফারগানা শাখার মধ্যে উচ্চশিক্ষা কার্যক্রমের আওতায় বিভিন্ন বিষয়ে সমঝোতা চুক্তি হয়েছে।

২৫ মার্চ উজবেকিস্তানের টিএটিইউ ক্যাম্পাসের ফারগানা শাখায় এই চুক্তি সই হয়। এআইইউবির প্রতিনিধিত্ব করেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ. হাসান এবং টিএটিইউর প্রতিনিধিত্ব করেন পরিচালক ফাররুখ মুহাম্মদোভিচ মুখতারভ।

ড. হাসানুল এ. হাসান এবং ফাররুখ মুহাম্মদোভিচ মুখতারভ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে সই করেন। চুক্তির আওতায় ২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও বিজ্ঞানের ক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি যৌথ কর্মসূচি বাস্তবায়নে উদ্ভাবনী, বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত অংশীদারত্ব, বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তিগত উন্নয়ন, যৌথ সম্মেলন, সেমিনার, সিম্পোজিয়াম, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থী বিনিময় উল্লেখযোগ্য।

এছাড়া অনুষ্ঠানে সমঝোতার চুক্তির অধীনে নিজ নিজ প্রতিষ্ঠানের মধ্যে উচ্চশিক্ষার ভবিষ্যত নিয়ে দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

পূর্ববর্তী নিবন্ধওয়ান ব্যাংক চেয়ারম্যান নিয়োগের প্রজ্ঞাপন ‘ভুয়া’
পরবর্তী নিবন্ধমার্চে ডিএসই থেকে সরকার রাজস্ব পেল সাড়ে ১৭ কোটি টাকা