এনভয় টেক্সের নতুন ইউনিটে উৎপাদন শুরু, আয় হবে ১৭৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইলের লিমিটেডের স্পিনিং ইউনিটে উৎপাদন শুরু হয়েছে। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুসারে শনিবার (১এপ্রিল) থেকে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে ইউনিটটি। নতুন প্রকল্পে কোম্পানিটির প্রতি বছরে ৪ হাজার ২০০ মেট্রিক টন উৎপাদন বাড়বে। তাতে কোম্পানির আয় যোগ হবে ১৭৬ কোটি টাকা।

রোববার (২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, শতভাগ রপ্তানিমুখী কারখানাটি ময়মনসিংহের ভালুকায় অবস্থিত। প্রথম লিড গ্রিন গার্মেন্টস ফ্যাক্টরিস অব বাংলাদেশ বা সবুজ কারখানার স্বীকৃতি সনদ পাওয়া কারখানাটির কটন পলিস্টার-স্প্যানডেক্স সুতা উৎপাদন ক্ষমতা ছিল ৩ হাজার ৭১০ মেট্রিক টন।

এতে আরও বলা হয়, ২০২১ সালের ১৫ জুলাই ঘোষণা অনুসারে নির্ধারিত সময়ে সম্প্রসারণ করে উৎপাদন শুরু করতে পারেনি ইউনিটটি। তার ব্যাখ্যায় বলা হয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জাহাজে যন্ত্রপাতি আসতে দেরি করায় স্পিনিং ইউনিটের কাজ শেষ করতে দেরি হয়েছে।

২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি ৩০ জুন ২০২১ সালে শেয়ারহোল্ডারদের সর্বশেষ ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। তার আগের বছরও ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল তারা। কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ১৬ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার ৭৮৭টি। এই শেয়ার রোববার সকালে লেনদেন হয়েছে ৪৩ টাকা ৯০ পয়সায়।

পূর্ববর্তী নিবন্ধসরকারের কাছে দেড় হাজার কোটি টাকা চায় বিকেএমইএ
পরবর্তী নিবন্ধকরনেট বৃদ্ধিতে সহযোগিতার প্রস্তাব ইউএনডিপির