খাদ্যপণ্যের বৈশ্বিক দাম ২০% কমেছে

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম এক বছর আগের দামের চেয়ে ২০.৫ শতাংশ কমেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সাম্প্রতিক মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। শুক্রবার প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

এফএও বলছে, চলতি বছরের মার্চ মাসে খাদ্যপণ্যের যে দাম কমেছে তা এবার দিয়ে টানা ১২ মাস কমলো। আর গত বছরের মার্চে খাদ্যপণ্যের বৈশ্বিক দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

দানাদার খাদ্যশস্যের মূল্য সূচক ফেব্রুয়ারির তুলনায় ৫.৬ শতাংশ কমেছে। আর গমের দাম কমেছে ৭.১ শতাংশ। পর্যাপ্ত বৈশ্বিক সরবরাহ এবং রপ্তানিকারকদের মধ্যে শক্তিশালী প্রতিযোগিতার কারণে গমের দাম এতটা কমেছে।

এছাড়া ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভের সম্প্রসারণ যা ইউক্রেনকে কৃষ্ণ সাগরের বন্দরগুলো থেকে রপ্তানি চালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়, গমের মূল্যপতনের পেছনে তারও অবদান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআইনের শাসন প্রতিষ্ঠায় সংসদ অনন্য ভূমিকা পালন করছে: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধবঙ্গ ইসলামিয়া সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে