বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংক সিএমএসএমই খাতে সরকারি প্রণোদনা প্যাকেজের বিপরীতে পুনঃঅর্থায়ন সুবিধার জন্য ‘এআইআইবি অর্থায়িত কোভিড-১৯ ইমার্জেন্সি অ্যান্ড ক্রাইসিস রেসপন্স ফ্যাসিলিটি প্রজেক্ট’ শীর্ষক একটি চুক্তি স্বাক্ষর করেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সম্প্রতি এ চুক্তি স্বাক্ষর হয়।

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের প্রজেক্ট ডিরেক্টর (সিইসিআরএফপি) মোহাম্মদ আব্দুল ওয়াহাব এবং প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাছের।

পূর্ববর্তী নিবন্ধমিনিকেট নাম দিয়ে চাল বিক্রি করা যাবে না: খাদ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধঅর্থ মন্ত্রণালয়ের অনুরোধে সারের দাম বাড়াতেই হলো: কৃষিমন্ত্রী