বাংলাদেশ ব্যাংক- গ্লোবাল ইসলামী ব্যাংক চুক্তি

নিউজ ডেস্ক : গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাথে ৩০০ মিলিয়ন ডলার পুনঃঅর্থায়ন তহবিলে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে।

কোভিড-১৯ মহামারির কারণে সৃষ্ট তারল্য সংকট মোকাবিলা এবং আর্থিক সহায়তা প্রদানের নিমিত্তে Asian Infrastructure Investment Bank (AIIB) এর উদ্যোগে কোভিড-১৯ ইমার্জেন্সি অ্যান্ড ক্রাইসিস রেসপন্স ফ্যাসিলিটি প্রজেক্ট (সিইসিআরএফপি) নামে এ তহবিলটি প্রবর্তিত হয়।

এ পুনঃঅর্থায়ন চুক্তির অধীনে গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড সর্বোচ্চ ৪ শতাংশ মুনাফায় কোভিড-১৯ ক্ষতিগ্রস্ত সিএমএসএমই উদ্যোক্তাদের অনুকূলে বিনিয়োগ বিতরণ করতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসের এর উপস্থিতিতে গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত এবং সিইসিআরএফপি প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াহাব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. মো. কবির আহমেদ, গ্লোবাল ইসলামী ব্যাংকের বিনিয়োগ বিভাগের প্রধান এস এম মিজানুর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধএনসিসি ব্যাংকের শরীআহ্ সুপারভাইজরী কমিটির সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধঈদের ছুটি বাড়ছে এক দিন