বাউফলে বরফকলে বিস্ফোরণে যুবক নিহত, আহত ৪

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলায় বরফকলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মো. রাসেল (৩৫) নামের এক যুবক মারা গেছেন। এতে আরও অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালাইয়া লঞ্চঘাট এলাকার খান বরফকলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হলেন- প্রেমানন্দ (৫৫), কৃষ্ণ রাণী ( ৪০), ইব্রাহিম (২৯) ও আফজাল (৫০)। হতাহতরা তারা সবাই বাউফলের বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আনিচুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বরফকলের মালিক ফরিদ মোল্লার শ্যালক রাসেল নিহত হয়েছেন। আহদের মধ্যে কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে খান বরফকলে শ্রমিকেরা বরফ তৈরির মেশিন চালু করলেই বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে শ্রমিকরা গুরুত্বর আহত হন। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে বিশ্বনেতাদের অভিনন্দন
পরবর্তী নিবন্ধসুদানে বাংলাদেশ দূতের বাসভবন-দূতাবাসে গোলাগুলি