শেয়ারবাজারে লেনদেন বেড়েছে

নিউজ ডেস্ক : দেশের শেয়ারবাজারে রোববার (১৬ এপ্রিল) সূচকের মিশ্রপ্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বাজারে আগের কার্যদিবসের চেয়ে লেনদেন বেড়েছে। অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক শূন‌্য দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৪৭ পয়েন্টে, ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ১৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।07

ডিএসইতে মোট ৩১৭ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৫১ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ৫৬ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২১০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ডিএসইতে মোট ৪৭২ কোটি ৯১ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪১৪ কোটি ১৩ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩৪১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, সিএসসিএক্স ৫ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৯৩ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১১ পয়েন্ট কমে ১৩ হাজার ৪১৬ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১৩৩ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত আছে ৭৭টির। দিন শেষে সিএসইতে ১২ কোটি ১১ লাখ ১৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধস্মার্ট বাংলাদেশের জন্য প্রশিক্ষিত জনশক্তি গড়তে হবে: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধইউরোপের বাজারে পোশাক পণ্য রপ্তানি বেড়েছে ১২ শতাংশ