লেনদেন কমেছে শেয়ারবাজারে

নিউজ ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১৭ এপ্রিল) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক পতন হয়েছে। এদিন বাজারে আগের কার্যদিবসের চেয়ে লেনদেন কমেছে। অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২২৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক শূণ্য দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৪৮ পয়েন্টে, ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩১২ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৪৮ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ৫৬ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২০৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ডিএসইতে মোট ৪৪৩ কোটি ৫৮ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৭২ কোটি ৯১ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই শূন‌্য দশমিক ২০ পয়েন্ট কমে ১৮ হাজার ৩৪০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, সিএসসিএক্স শূন‌্য দশমিক ২২ পয়েন্ট কমে ১০ হাজার ৯৯২ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১৮ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৯৮ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১১৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ২৮টির, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত আছে ৫৫টির। দিন শেষে সিএসইতে ৪ কোটি ৬৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংকের অডিট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধমুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা