গাড়ি রপ্তানিতে জাপানকে ছাড়িয়ে শীর্ষে চীন!

আন্তর্জাতিক ডেস্ক: গাড়ি রপ্তানিতে জাপানকে ছাড়িয়ে এখন বিশ্বের সবচেয়ে বৃহৎ গাড়ি রপ্তানিকারক দেশ হিসেবে দাবি করেছে চীন। বছরের প্রথম তিন মাসের রপ্তানি হিসাবে চীন এ দাবি করে।

সম্প্রতি দেশটির প্রাকাশ করা হিসাবে দেখা যায়, এই সময়কালে চীন ১০ লাখ ৭ হাজার গাড়ি রপ্তানি করেছে, যা ২০২২ সালের প্রথম তিন মাসের চেয়ে ৫৮ শতাংশ বেশি। এই একই সময়ে জাপান রপ্তানি করেছে ৯ লাখ ৫৪ হাজার ১৮৫টি গাড়ি, যা গত বছরের চেয়ে ৬ শতাংশ বেড়েছে।

বিশ্বব্যাপী ইলেকট্রিক গাড়ির চাহিদা এবং রাশিয়ায় চীনের একচেটিয়া ব্যবসার কারণে তাদের রপ্তানিতে এত ব্যাপক প্রবৃদ্ধি ঘটেছে।

গত বছর জার্মানিকে পেছনে ফেলে বিশ্বে গাড়ি রপ্তানিকারকের তালিকার ২য় অবস্থানে উঠে আসে চীন। চীনের কাস্টমস বিভাগের হিসাব বলছে, ২০২২ সালে দেশটি রপ্তানি করেছে ৩২ লাখ গাড়ি, আর জার্মানির রপ্তানির পরিমাণ ছিল ২৬ লাখ।

বিশ্বজুড়ে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার ব্যাপারটি চীনের গাড়ি শিল্পে এত গতি এনেছে। গত বছরের তুলনায় এ বছরের প্রথম তিন মাসে নিউ এনার্জি ভেহিকেলস (এনইভিস) রপ্তানি বেড়েছে ৯০ শতাংশের বেশি, যার মধ্যে ইলেকট্রিক কারও রয়েছে।

চীনে টেসলার সহযোগী সাইক-যারা একই সঙ্গে এমজে ও বিওয়াইডি ব্র্যান্ডের মালিক, চীনে তারাই এনইভিস রপ্তানির শীর্ষে। তাদের সঙ্গে বিনিয়োগ করেছেন যুক্তরাষ্ট্রের ধনকুবের ওয়ারেন বাফেট। এছাড়াও ইলন মাস্কের ইলেকট্রিক গাড়ি তৈরির একটি বড় কারখানা রয়েছে সাংহাইতে। যেখান থেকে জাপান ও ইউরোপ অঞ্চলে গাড়ি রপ্তানি হয়ে থাকে।

পূর্ববর্তী নিবন্ধনকল-ভেজালকারীদের ব্যবসায়ী সমাজ থেকে বাদ দেওয়ার আহ্বান
পরবর্তী নিবন্ধ‘জ্বালানির মূল্য বিষয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা অপরিহার্য’