
নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন গোলাম রাব্বানী (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় পাঁচ জন মারা গেলেন।
শুক্রবার (৫ মে) রাত ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, গোলাম রাব্বানীর শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল। এখানে আরও দুই জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
গত ৪ মে বিকেলে ভুলতার গোলাকান্দাইলে রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড স্টিল মিলে বিস্ফোরণ হয়। এতে সাত জন দগ্ধ হন।
দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ৪০ বছর বয়সী শংকর নামের এক শ্রমিককে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন জন মারা যান।