পরিবেশবান্ধব গৃহ নির্মাণে ভূমিকা রাখবে বিএইচবিএফসি: এমডি আব্দুল মান্নান


মাসুদ মিয়া: আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) থেকে প্রায় ৩ হাজার কোটি টাকার ঋণ সহায়তা পাচ্ছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। সৌদি আরবের জেদ্দা ভিত্তিক এ সংস্থাটি বিএইচবিএফসি’র র্যুরাল এন্ড পেরি-আরবান হাউজিং ফাইনান্স প্রজেক্টে (আরপিএইচএফপি) এ ঋণ সহায়তা প্রদান করবে। গত ১০ থেকে ১৩ মে জেদ্দায় অনুষ্ঠিত সংস্থাটির ২০২৩ সালের বার্ষিক সভায় ২৭০ দশমিক ৫৭ মিলিয়ন ইউরো বা প্রায় ৩ হাজার কোটি টাকার এ ঋণ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি), অর্থ বিভাগ (এফডি) ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এর প্রত্যক্ষ সহযোগিতায় কর্পোরেশনের এ প্রকল্পটিতে আইএসডিবি’র এ ঋণ সহায়তা অনুমোদন লাভ করে। ইতোপূর্বে একই প্রকল্পে সংস্থাটি প্রথম পর্যায়ে প্রায় ১ হাজার কোটি টাকার ঋণ সহায়তা প্রদান করে এবং এর সফল ও সন্তোষজনক বাস্তবায়নের ধারাবাহিকতায় দ্বিতীয় পর্যায়ে এ ঋণ অনুমোদন করা হলো। প্রকল্পটিতে আইএসডিবি কর্তৃক দ্বিতীয়বারের মতো ঋণ সহায়তা অনুমোদনে আন্তরিক ও নিরলস প্রচেষ্টার জন্য বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান এফআইডি, এফডি ও ইআরডি’র সম্মানিত সিনিয়র সচিব ও সচিব এবং সংশ্লিষ্ট সকল নির্বাহী, আইএসডিবি’র বাংলাদেশ মিশন, কর্পোরেশনের পরিচালনা পর্ষদ, উর্ধতন নির্বাহী এবং প্রকল্পটির পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একইসাথে তিনি কর্পোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারি, স্টেকহোল্ডার ও শুভানুধ্যায়ীদের এজন্য অভিনন্দন জানিয়েছেন। এবিষয়ে বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান বলেন, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) ঋন পরিবেশবান্ধব গৃহ নির্মাণে ভুমিকা রাখবে। এমডি বলেন, ২৫ বছর দীর্ঘমেয়াদী সহজ শর্তে প্রায় তিন হাজার কোটি টাকা ঋন। তিনি বলেন, বাংলাদেশের পল্লী ও পেরি-আরবান এলাকায় প্রয়োজনীয় মৌলিক সুবিধাসম্বলিত টেকসই ও উন্নত মানের ২ হাজার গৃহ ইউনিট বিনির্মানে এ ঋণ সহায়তা প্রদান করবে। দেশের এসব এলাকার স্বল্প ও মধ্যম আয়ের ৭০ হাজারেরও বেশি মানুষ এসব গৃহ ইউনিটে বসবাসের প্রত্যক্ষ সুবিধা ভোগ করবে। চাষযোগ্য জমি রক্ষাসহ জলবায়ু সহিষ্ণু ও পরিবেশবান্ধব গৃহনির্মাণেও বড় ভূমিকা রাখবে এ প্রকল্প।

পূর্ববর্তী নিবন্ধরিজার্ভ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধওয়ালটন ফ্রিজ, টিভি, এসি ও ওয়াশিং মেশিন কিনেগাড়িসহ লক্ষ লক্ষ উপহার পাওয়ার সুযোগ