লভ্যাংশ দেবে ওয়ান ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ করে লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ওয়ান লিমিটেড ও ইউনিয়ন ব্যাংক লিমিটেড।

জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক দুটির পর্ষদ। মঙ্গলবার (২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ২০২২ সালে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৯ পয়সা। তাতে বিদায়ী বছরে কোম্পানির কর-পরবর্তী মুনাফা হয়েছে ১৫৫ কোটি ৯৩ লাখ ৮০ হাজার ৫৪১ টাকা। কিন্তু শেয়ারহোল্ডারদের সেই টাকার নগদ কোনো লভ্যাংশ দেবে না। বরং ৫ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।

কোম্পানি বলছে, মূলধন বাড়াতে বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়া হবে। তবে তার জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চূড়ান্ত অনুমোদন নিতে হবে।

এর আগের বছর ২০২১ সালে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৮৬ পয়সা। সেই বছরও শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি।

বিদায়ী বছরের জন্য ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। ওই দিন ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির এজিএম বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৮ জুন।

২০০৩ সালে তালিকাভুক্ত ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ১৫ পয়সা, যা আগের বছর ছিল ১৮ টাকা ৬ পয়সা। কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৯৮ কোটি ৮ লাখ ৪২ হাজার ৪৭৯টি। রোববার (৩০ এপ্রিল) সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ১০ টাকা ২০ পয়সায়।

অন্যদিকে ডিএসইর তথ্য মতে, ২০২২ সালে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৯ পয়সা। তাতে বিদায়ী বছরে কোম্পানির কর-পরবর্তী মুনাফা হয়েছে ১৬২ কোটি ৬৯ লাখ ৬০ হাজার ৩০৩ টাকা। সেখান থেকে ৫ শতাংশ নগদ অর্থাৎ শেয়ারপ্রতি ৫০ পয়সা করে মোট ৫১ কোটি ৮১ লাখ ৪০ হাজার ২২৪ টাকা লভ্যাংশ দেবে ব্যাংকটি।

এর আগের বছর ২০২১ সালে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৫৬ পয়সা। সেই বছর শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ (৫ নগদ আর ৫ শতাংশ বোনাস) লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি।

বিদায়ী বছরের জন্য ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১৫ জুন। ওই দিন ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির এজিএম বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ মে।

২০২২ সালে তালিকাভুক্ত ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৮২ পয়সা, যা আগের বছর ছিল ১৭ টাকা ৯১ পয়সা। কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ১০৩ কোটি ৬২ লাখ ৮০ হাজার ৪৪৮টি। রোববার (৩০ এপ্রিল) ওয়ান ব্যাংকের শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৮ টাকা ৯০ পয়সায়।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটালে নতুন এমডি সুমিত পোদ্দার
পরবর্তী নিবন্ধকুমিল্লায় কলেজশিক্ষক হত্যায় ৬ জনের ফাঁসি