শেয়ারবাজারের ডিএসইতে সূচক কমলেও সিএসইতে বেড়েছে

নিউজ ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২ মে) সূচক, লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তা বেড়েছে। এদিন উভয় স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট কমে ৬ হাজার ২৬৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক শূন্য দশমিক ৩৯ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৭ পয়েন্টে, ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে ২ হাজার ২০৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৪৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৬৪টি কোম্পানির। এছাড়া দরপতন হয়েছে ৬৭টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ডিএসইতে মোট ৮৬৩ কোটি ৫০ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৮৫১ কোটি ৬৯ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪৮১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসসিএক্স ৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬৯ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৭৩ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত আছে ১০৪টির। দিন শেষে সিএসইতে ১১ কোটি ৯৯ লাখ ২৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা সেতু রেল সংযোগের পরামর্শক ব্যয় বাড়ছে ৩০১ কোটি টাকা
পরবর্তী নিবন্ধআপনারা জনগণের সেবক, প্রভু নন: বঙ্গভবনের কর্মকর্তাদের রাষ্ট্রপতি