ঢাকায় ৪.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তি দোহারে

নিউজ ডেস্ক : রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (০৫ মে) সকাল ৫টা ৫৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯।
তবে প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই ভূমিকম্প অনুভূত হওয়ার খবর জানিয়েছেন। এর উৎপত্তিস্থল ছিল রাজধানী থেকে প্রায় ৪২ কিলোমিটাার দূরে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল দোহার থেকে ১৪ কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে। যার গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

পূর্ববর্তী নিবন্ধআজ রাত ১১টা থেকে ৭ ঘণ্টা বিমানবন্দর সড়কে যান চলাচল সীমিত
পরবর্তী নিবন্ধলন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী