প্রত্যাবাসন পরিবেশ পর্যবেক্ষণে মিয়ানমার গেলো প্রতিনিধিদল

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারে প্রত্যাবাসনে প্রস্তুতি ও সেখানকার পরিবেশ পর্যবেক্ষণে বাংলাদেশ থেকে রওনা করেছে ২৭ সদস্যের একটি প্রতিনিধিদল। এ দলে ৩ নারীসহ ২০ জন রোহিঙ্গা, একজন অনুবাদক ও ৬ জন বিভিন্ন দপ্তরের বাংলাদেশি কর্মকর্তা রয়েছেন বলে জানা যায়।

শুক্রবার (৫ মে) সকাল ১০ টায় প্রতিনিধি দল রওনা দেওয়ার বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছুদ্দৌজা নয়ন।

তিনি বলেন, ‘সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কিছুক্ষণ আগে মিয়ানমারের উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রতিনিধি দল। তারা পর্যবেক্ষণ দলটি ফিরে এলে এ বিষয়ে পরে বিস্তারিত জানা যাবে।’

শুক্রবার সকালে বাংলাদেশ-মিয়ানমার টেকনাফ ট্রানজিট জেটি ঘাট থেকে ওই টিম মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করে। তবে কবে নাগাদ তারা ফিরে আসবেন তা কেউ নিশ্চিত করেননি।

জানা যায়, প্রত্যাবাসন হলে মিয়ানমারে রোহিঙ্গাদের যেখানে রাখা হবে সে জায়গাটি পরিদর্শন করবেন তারা।

এর আগে ১৫ মার্চ ২২ সদস্যের একটি দল বাংলাদেশের টেকনাফে এসে ১৭৭ রোহিঙ্গা পরিবারের ৪৮০ জনের সঙ্গে সাক্ষাৎ করে মিয়ানমারে ফিরে যায়।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশকে আরও ৩ বিলিয়ন ডলার ঋণ দেবে দক্ষিণ কোরিয়া
পরবর্তী নিবন্ধআজ রাত ১১টা থেকে ৭ ঘণ্টা বিমানবন্দর সড়কে যান চলাচল সীমিত