নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন গোবিন্দ লাল গাইন। তিনি বাংলাদেশ ব্যাংকের বগুড়া অফিসে পরিচালক পদে কর্মরত ছিলেন। পদোন্নতি দিয়ে তাকে গত ৩ মে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এ সংযুক্ত করা হয়েছে।
রোববার (৭ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে এ তথ্য জানানো হয়েছে।
গোবিন্দ লাল গাইন ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। যুগ্ম পরিচালক হিসেবে বরিশাল অফিসে কর্মরত থাকাকালীন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করে পিএডি ও ক্যাশ বিভাগের সঙ্গে নেটওয়ার্কিং সংক্রান্ত কাজ সম্পাদনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে লেটার অব এপ্রিশিয়েশন দেন গভর্নর।
গোবিন্দ লাল গাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে বিএসসি (অনার্স) এবং এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে পিজিটি (আইটি) এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া, দি ইন্সটিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) থেকে ডিএআইবিবি ডিগ্রি অর্জন করেন তিনি। পেশাগত দায়িত্ব পালনকালে তিনি মালয়েশিয়া, ভারত ও শ্রীলঙ্কা সফর করেন।
গোবিন্দ লাল গাইন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদ চণ্ডীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দুই ছেলের বাবা।