বাজার মূলধন ৯০০০ কোটি টাকা বেড়েছে শেয়ারবাজারে

নিউজ ডেস্ক : দেশের শেয়ারবাজার গেলো সপ্তাহে সূচক মিশ্র প্রবণতা ছিল, লেনদেন কিছুটা কমেছে। আলোচ্য সময়ে বাজার মূলধন বেড়েছে ৯ হাজার ৮৭ কোটি ৮১ লাখ টাকা।

শনিবার (২০ মে) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৬ হাজার ১০৬ কোটি ৭৪ লাখ ৯৫ হাজার টাকা। সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭০ হাজার ৬৩৭ কোটি ৮৬ লাখ ৫৮ হাজার টাকা। আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৫৩১কোটি ১১ লাখ ৬২ হাজার টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫৫ হাজার ৩৪১ কোটি ২৮ লাখ টাকা। সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৫০ হাজার ৭৮৪ কোটি ৫৭ লাখ টাকা। আলোচ্য সময়ে বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৫৫৬ কোটি ৭০ লাখ টাকা। পুরো শেয়ারবাজারে অর্থাৎ দুই স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন বেড়েছে ৯ হাজার ৮৭ কোটি ৮১ লাখ টাকা।

ডিএসইতে গেলো সপ্তাহে লেনদেন হয়েছে ৩ হাজার ৬৭৯ কোটি ৬৮ লাখ ২৪ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৯৫৭ কোটি ৩৫ লাখ ৫৩ হাজার টাকা। আলোচ্য সময়ে লেনদেন কমেছে ২৭৭ কোটি ৬৭ লাখ ২৮ হাজার টাকা।

ডিএসইতে গেলো সপ্তাহে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ১০৯টি, কমেছে ৭৪টি এবং অপরিবর্তিত ছিল ২০৫টির শেয়ার ও ইউনিট দর।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৯০ পয়েন্টে, ডিএসইএস শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৮ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক শূন্য দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৫ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে, গেলো সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ৬৭ কোটি ৭২ লাখ ৫৮ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭০ কোটি ৩৪ লাখ ২১ হাজার টাকা।

সপ্তাহের ব্যবধানে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩০ পয়েন্টে, সিএসসিএক্স ২১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৯৪ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৪৭ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে গেলো সপ্তাহে মোট ৩০৮ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ৮৮টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত ছিল ১৫৫ টির শেয়ার ও ইউনিট দর।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের সদিচ্ছা দরকার: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধসবুজ মানব প্রাচীর তৈরি করে বিশ্ব রেকর্ড গড়লো জিএলটিএস