মানিলন্ডারিং প্রতিরোধে পদ্মা ব্যাংকের ‘ব্যামেলকো সম্মেলন’

নিজস্ব প্রতিবেদক : মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের (ব্যামেলকো) নিয়ে প্রথমবারের মতো সম্মেলন করেছে পদ্মা ব্যাংক। শনিবার (৬ মে) রাজধানীর গুলশানের পুলিশ প্লাজা কনভেনশন সেন্টারে দিনব্যাপী ‘ব্যামেলকো কনফারেন্স ২০২৩’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করা হয়।

ব্যাংকটির সব শাখার ব্যামেলকো, উপ-শাখার অ্যামেলকো, করপোরেট প্রধান কার্যালয়ের সব বিভাগীয় প্রধান, ব্যাংকের এএমএল ও সিএফটি কেন্দ্রীয় পরিপালন কমিটি এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিমের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১২০ জন এতে অংশ নেন।

সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও ফয়সাল আহসান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, পদ্মা ব্যাংকের ক্যামেলকো সৈয়দ তৌহিদ হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন বিএফআইইউ’র অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মহসিন হোছাইনী।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও স্বাগত বক্তব্যে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সংশ্লিষ্ট ঝুঁকি ব্যবস্থাপনা ও প্রশমনে রিপোর্ট দেওয়া সংস্থা হিসেবে পদ্মা ব্যাংকের দৃঢ় অবস্থানও ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে বিএফআইইউ’র প্রধান মানিলন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধে নিয়ন্ত্রণকারী সংস্থার ভূমিকা, আইনি কাঠামোর যথাযথ প্রয়োগের গুরুত্ব উল্লেখ করে সবাইকে নিজ নিজ অবস্থানে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন ও সঠিকভাবে দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান।

সম্মেলনের দ্বিতীয় ও তৃতীয় পর্বে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধের ওপর চারটি বিষয়ভিত্তিক সেশন হয়। সেশন চারটি পরিচালনা করেন বিএফআইইউ’র অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মহসিন হোছাইনী ও উপ-পরিচালক মো. আশরাফুল আলম। প্রশ্নোত্তর পর্ব ও ক্যামেলকোর ধন্যবাদসূচক বক্তব্যের মাধ্যমে এ সম্মেলন শেষ হয়।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসায় বিশ্ব নেতারা
পরবর্তী নিবন্ধ২৮ জেলায় তাপপ্রবাহ, তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা